Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ১৭:৩৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৭:৪৮

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে রিয়াজুল ইসলাম জনি (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ নভেম্বর) উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজের ইদ্রিশ আহমদ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

মৃত রিয়াজুল ইসলাম জনি দিনাজপুর জেলার কাহরোল উপজেলার চকমোরম গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

ছাত্রাবাসে থাকা আসাদুল্লাহ নামে এক শিক্ষার্থী জানান, গত রাত নয়টার দিকে আমাদের সঙ্গে দেখা হয়েছে জনির। এরপরই সকালে শুনতে পাই দরজা বন্ধ আর জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখা যাচ্ছে। তখন স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। তবে কেন সে আত্মহত্যা করছে তা আমরা জানি না। কিন্তু জনি মোবাইলে অনেক কথা বলত, সবসময় কল আসতেই থাকত।

মৃত জনির চাচাতো বোন পারভিন জানান, জনির পরিবার বেশ কিছুদিন আগে দিনাজপুরে গিয়ে বাড়ি করে। এরপরে এই কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি হয়। গত অক্টোবরে এই ছাত্রাবাসে উঠেছিল জনি। কেন সে আত্মহত্যা করেছেন তিনিও জানাতে পারেনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

কলেজ শিক্ষার্থী ছাত্রাবাস মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর