Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ.আফ্রিকা যাতায়াতে এখনো নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়নি’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ১৬:৫১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৯:৩৪

ঢাকা: করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকায় সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে। তবে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা এখান থেকে যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বিশ্রামাগারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আমরাও এটা নিয়ে উদ্বিগ্ন। এছাড়া একটি কারিগরি কমিটি আছে। তারাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অপরদিকে সিভিল অ্যাভিয়েশন প্রতিটি যাত্রীর ক্ষেত্রে আলাদা কেয়ার নেবে। আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন জায়গা থেকে যেসব যাত্রী আসবে তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে আমাদের সবাইকে মিলেমিশে এই কাজটি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেসব যাত্রী আসছে তাদের মেডিকেল ফর্ম পূরণ, পরীক্ষা, আর্চওয়ের ভেতর দিয়ে যাওয়া- এগুলো এখনও করা হচ্ছে। তবে এখন থেকে আরও জোরদার করা হবে। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো ফ্লাইট নেই বা আফ্রিকার কোনো ফ্লাইটও আসে না। সুতরাং যারা আসে তারা বিভিন্ন গন্তব্য হয়ে আসে। আর এসব দেশ থেকে আসলে কোয়ারেনটাইনসহ বিভিন্ন নির্দেশনা বিমানবন্দরে দেওয়া আছে।’

বিজ্ঞাপন

মাহবুব আলী আরও বলেন, ‘সারাদেশে বিমান পরিবহন অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণের কাজ চলছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ ২১টি অত্যাধুনিক উড়োজাহাজ সমৃদ্ধ বহরের অধিকারী। দেশের পর্যটন শিল্পের গুণগত মানের উন্নয়নের জন্য চলছে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ।’

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘এখন বেড়েছে বাজেটের আকার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, রেমিট্যান্স, রিজার্ভ আর রফতানি আয়। মেট্রোরেল, শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেলসহ স্ব-অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল প্রথম পাঁচটি দেশের মধ্যে একটি।’

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান।

সারাবাংলা/এসজে/পিটিএম

দক্ষিণ আফ্রিকা মাহবুব আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর