Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে ইউপি নির্বাচনে ৩টিতে আ.লীগ, ৪টিতে স্বতন্ত্র জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ২৩:৪৩

ফাইল ছবি

দিনাজপুর: দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন তিন জন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছে চার জন।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মেরাজ হোসেন।

বিজ্ঞাপন

বেসরকারিভাবে নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন- ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), ২ নম্বর কাটলা ইউনিয়নে ইউনুছ আলী (নৌকা), ৩ নম্বর খাঁনপুর ইউনিয়নে চিত্ত রঞ্জন পাহান (নৌকা), ৪ নম্বর দিওড় ইউনিয়নে আব্দুল মালেক মন্ডল (স্বতন্ত্র), ৫ নম্বর বিনাইল ইউনিয়নে হুমায়ন কবীর বাদশা (স্বতন্ত্র), ৬ নম্বর জোতবানী ইউনিয়নে আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র) এবং ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নে রহমত আলী (নৌকা)।

সারাবাংলা/পিটিএম

ইউপি নির্বাচন বিরামপুর

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর