Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জের ১০ ইউনিয়নের ৮টি আ.লীগের, ২টিতে বিদ্রোহীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ০০:২০

ফাইল ছবি

মানিকগঞ্জ: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। এর মধ্যে জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নৌকা মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন ও আফসার উদ্দিন সরকার।

এছাড়া দিঘী ইউনিয়নে আখতার উদ্দিন আহমেদ রাজা (স্বতন্ত্র), নবগ্রাম ইউনিয়নে গাজী হাসান আল মেহেদি সুহাস (নৌকা), পুটাইল ইউনিয়নে মহিদুর রহমান মহিদ (নৌকা), ভাড়ারিয়া ইউনিয়নে আব্দুল জলিল (নৌকা) হাটিপাড়া গোলাম মনির হোসেন (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে সেলিম হোসেন বিপ্লব (নৌকা), আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা), বেতিলা-মিতরা ইউনিয়নে আসমত আলী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হন।

বিজ্ঞাপন

রোববার (২৮ নভেম্বর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা দুই লাখ ১ হাজার ৬৯০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮১১ এবং পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৭৯। সদর উপজেলার জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ ছাড়া অপর ৮টি ইউনিয়ন পরিষদে মোট ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সারাবাংলা/এমও

ইউনিয়ন পরিষদ নির্বাচন বিদ্রোহীর জয় মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর