Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে নির্বাচনি সহিংসতায় প্রাণ গেল ২ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ২২:৫৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১১:২৮

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ও পঞ্চসার ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাবাজারে ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে সংরক্ষিত দুই ইউপি মেম্বারের সমর্থকদের সংঘর্ষে এক জন মারা গেছেন। অন্যদিকে পঞ্চসার ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় এক প্রার্থীর ভাই মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ঘিরে এসব সহিংসতার ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাবাজারের ৯ নম্বর ওয়ার্ডের বানিয়াল উত্তর ভূকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংরক্ষিত নারী মেম্বার পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

বিজ্ঞাপন

বাংলাবাজারের সংঘর্ষে নিহদের নাম শাকিল মোল্লা (২৭)। তিনি শরীয়তপুরের সখিপুর কাঁচিকাটা এলাকার হারুন মোল্লার ছেলে।

এদিকে, রোববার রাতে পঞ্চসার ইউনিয়নে মো. রিয়াজুল শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রিয়াজুল মুক্তারপুর গোসাইবাগ এলাকার প্রয়াত আলতাব উদ্দিনের ছেলে। তার ভাই মোহাম্মদ আলী সিদ্দিকী পঞ্চসার ইউনিয়ন পরিষদের টেলিফোন প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিবারের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় তিনি নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক জানান, নিহত রিয়াজুলকে মৃত অবস্থায় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, দুই নারী মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পঞ্চসার ইউনিয়নে নিহত ব্যক্তির পরিবারের দাবি আমলে নিয়েছি। তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ইউপি নির্বাচন নির্বচনি সহিংসতায় প্রাণহানি নির্বাচনি সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর