Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে ব‌রিশালে ৩ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ২১:৪৯

বরিশাল: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ব‌রিশালের আদালতে তিন‌টি চেক প্রতারণা মামলা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) ব‌রিশাল অতি‌রিক্ত চিফ মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পৃথক তিন‌টি মামলা আমলে নিয়ে সমন জা‌রি করেন।

আদালতের বেঞ্চ সহকা‌রি চার্চিল ও বাদী পক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

বাদীপ‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান জানান, ব‌রিশালের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাইকেল ক্রয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রাসেলের কাছে প্রদান করেন। কিন্তু মোটরসাইকেল দিতে বিলম্ব হলে এর বিপরীতে চেক প্রদান করা হয়। সেই চেক নিয়ে ব্যাংকে গেলে ফেরত দেয় কর্তৃপক্ষ।

পরে পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরত চেয়ে লিগ্যাল নো‌টিশ পাঠানো হলেও কোনো সদুত্তর না মেলায় ভুক্তভোগী নিলয়, সুরুজ ও ফেরদাউস বাদি হয়ে পৃথক তিন‌টি মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসএসএ

ইভ্যালির রাসেল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর