Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েতে মানবপাচার মামলায় পাপুলের ৭ বছর কারাদণ্ড

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২১ ২০:১৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৮:৪০

ঢাকা: মানবপাচার মামলায় বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সাজার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন কুয়েতের শীর্ষ আপিল আদালত। লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এই সংসদ সদস্যকে মোট সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি ২৭ লাখ ‍কুয়েতি দিরহাম জরিমানাও করা হয়েছে। খবর গালফ নিউজের

অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে ২০২০ সালের জুনে কুয়েতে গ্রেফতার হন পাপুল। পরে ঘুষ লেনদেনের দায়ে চার বছর এবং মানব পাচারের দায়ে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

পরে রাষ্ট্রপক্ষ মানবপাচার মামলার রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করলে কুয়েতের সর্বোচ্চ আদালত মানবপাচার মামলায় পাপুলের সাজার মেয়াদ বাড়িয়ে দেন। রায়ে আদালত আদেশ দিয়েছেন, সাজা ভোগ করার পর পাপুলকে নিজ দেশে ফিরে যেতে হবে।

মানবপাচারের এই মামলায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ এবং জনশক্তি পরিচালক হাসান আল খেদরকেও একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের সরকারি এই দুই কর্মকর্তাকে তাদের পদ থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বহুল আলোচিত এই মামলায় কুয়েতের সাবেক সংসদ সদস্য সালাহ খুরশিদকেও ৭ বছরের কারাদণ্ড এবং ৭ লাখ ৪০ হাজার কুয়েতি দিরহাম জরিমানা করা হয়েছে। আদালতের এই রায় চূড়ান্ত বলে জানিয়েছে গালফ নিউজ।

গত ফেব্রুয়ারিতে কুয়েতের একটি অপরাধ আদালত বাংলাদেশি সাবেক সংসদ সদস্য পাপুলকে চার বছরের কারাদণ্ড এবং ১৯ লাখ কুয়েতি দিরহাম জরিমানা করেন।

নিজের একটি কোম্পানির মাধ্যমে কুয়েতের সরকারি কর্মকর্তাদের যোগসাজশে বাংলাদেশ থেকে অবৈধভাবে কুয়েতে শ্রমিক পাঠানোর অভিযোগ রয়েছে পাপুলের বিরুদ্ধে। বাংলাদেশি কয়েক ডজন শ্রমিককে অবৈধভাবে কুয়েতে পাঠানোর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন লক্ষ্মীপুরের এই সাবেক এমপি।

বিজ্ঞাপন

আদালতের রায়ে দণ্ডিত হওয়ার পর পাপুলের সংসদ সদস্য পদও বাতিল করা হয়।

সারাবাংলা/একে

কাজী শহিদ ইসলাম পাপুল টপ নিউজ পাপুল মানবপাচার মামলা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর