Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় ধাপে নির্বাচন সহিংসতাহীন, দাবি ইসির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ২০:৪৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৯:৪৯

ঢাকা: তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সহিংসতাহীন নির্বাচনের মডেল হিসেবে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিক সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে এবং ভোটাররাও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন।’

সারাদেশে এক হাজারটি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভায় ভোটগ্রহণের কথা থাকলেও চট্টগ্রাম জেলার ১৪টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হওয়ায় সেখানে ভোট গ্রহনের প্রয়োজন হয়নি। এই নির্বাচনে ভোটকেন্দ্রে প্রাথমিক হিসেবে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২১টি ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে।

লক্ষ্মীপুরে সাংবাদিক আহত হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির খোন্দকার বলেন, ‘এ বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। তারা ক্যামেরা উদ্ধার এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

আগের দুই ধাপের নির্বাচনের তুলনায় আজকের ভোট গ্রহণে সহিংসতা কম হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর ছিল এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীরাও সহনশীল আচরণ করেছে। এমন হলে ধীরে ধীরে সহিংসতা কমবে।’

ইসি সচিব বলেন, ‘আগের চেয়ে এবার বিচ্ছিন্ন ঘটনার পরিমান কমেছে। আগে সহিংসতায় প্রাণহানি ঘটলেও এবার প্রাণহানি ঘটেনি। তবে নির্বাচন কমিশন প্রত্যাশা করে কোথাও একটিও সহিংসতার ঘটনা ঘটবে না।’

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/এমও

ইসি টপ নিউজ নির্বাচন সহিংসতাহীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর