ওমিক্রন প্রতিরোধে পরামর্শক কমিটির ৪ দফা সুপারিশ
২৮ নভেম্বর ২০২১ ১৮:১৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৯:৪২
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার কোভিড-১৯ সংক্রমণ শনাক্তকরণের নমুনা পরীক্ষায় পাওয়া যাওয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় চার দফা সুপারিশ করা হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা বিভাগের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।
এ দিন পরামর্শক কমিটির বৈঠকে নেওয়া চারটি সুপারিশ হলো—
১- কোভিড-১৯ এর ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিন আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে ঘোষণাকরেছে। এর বিস্তার রোধ করার জন্য এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ, দক্ষিণ আফ্রিকাসহ সে অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড) হতে যাত্রী আগমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (প্রত্যক্ষ ও পরোক্ষ ফ্লাইটসহ)।
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এ সমস্ত দেশ এবং যে সমস্ত দেশে সংক্রমণছড়িয়েছে সে সমস্ত দেশ হতে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।
২- কোনো ব্যক্তির এ সমস্ত দেশে ভ্রমণের সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) ইতিহাস থাকলে তাদের বাংলাদেশে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতেহবে। কোভিড—১৯ নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হলে তাকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।
৩- দেশের প্রতিটি পোর্ট অব এন্ট্রি অথবা বিমানবন্দর, স্থলবন্দর ও অন্যান্য যে সব স্থানে দিয়ে দেশের বাইরে থেকে মানুষ প্রবেশ করে তাদের — স্ক্রীনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্তব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল, কলেজসহ),চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হল।
৪- কোভিড—১৯ নমুনা পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হচ্ছে।
সারাবাংলা/এসবি/একে