Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু-সংক্রমণ দুটোই বেড়েছে

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২১ ১৭:১৯

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন তিনজন। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছিল। এদিকে, ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২০৫ জনের শরীরে। যা আগের দিন ছিল ১৫৫ জন। আগের দিনের চেয়ে মৃত্যু ও সংক্রমণের হার দুটোই বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমেছে। আগের দিন সংক্রমণের হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ, যা কমে হয়েছে ১ দশমিক শূন্য ৩ শতাংশ।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৩৫টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৯ হাজার ৫২৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনেরসহ ১৯ হাজার ৮১১টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৮ লাখ ৫২ হাজার ৫৮টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৫৭ হাজার ৬৪০টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩০ লাখ ৯৪ হাজার ৪১৮টি।

২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত, কমেছে সংক্রমণ

আগের দিন দেশে ১৫৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২০৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ১৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ যা আগের দিন ছিল ১৪ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞাপন

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যাও বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৮৮ জন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৯ জন। ২৭৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

মৃত দুইজন পুরুষ, একজন নারী

গত ২৪ ঘণ্টায় যে দুই জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন ২৭ হাজার ৯৭৮ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। এই তিনজনের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে, করোনা সংক্রমণ নিয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯০৩ জন, যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৯৯ শতাংশ। অন্যদিকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে নারী মারা গেলেন ১০ হাজার ৭৫ জন, যা মোট মৃত্যুর ৩৬ দশমিক শূন্য ১ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যে তিন জন মারা গেছেন, তাদের এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আরেক জনের বয়স বয়স ৬১ থেকে ৭০ বছর বছরের মধ্যে। এ ছাড়া ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

মৃত্যু শুধু ঢাকা ও চট্টগ্রামে

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন দুইজন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে মারা গেছেন একজন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর