Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বঙ্গবন্ধুর ছবি যুক্ত করতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ১৬:২৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ২০:২২

ঢাকা: অবিলম্বে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) জনস্বার্থে রংপুরের এক বাসিন্দার করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আতাউল্লাহ নুরুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী আতাউল্লাহ নুরুল কবির জানান, নন-জুডিশিয়াল স্ট্যাম্প দলিল লেখা, বিভিন্ন চুক্তিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তৎকালীন ব্রিটিশ ভারতে প্রচলিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে রাষ্ট্রপ্রধানের ছবি সংযুক্ত ছিল।

তা ছাড়া বিভিন্ন দেশের রেভিনিউ স্ট্যাম্পে ও টাকায় নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান বা জাতির পিতার ছবি সংযুক্ত আছে। পাশাপাশি সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে বঙ্গবন্ধুর ছবি দেশের সব সরকারি অফিসে প্রদর্শনের বিধান রয়েছে।

এ কারণে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

গত জানুয়ারি মাসে রংপুরের বাসিন্দা মোফাজ্জল হোসেন মোফা এই রিট দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/একে

জাতির পিতা টপ নিউজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর