Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আজও মাঠে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ১৫:৩৪

ঢাকা: ডিএসসিসির ময়লাবাহী ট্রাক চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান খানের মৃত্যুর ঘটনার পর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় রোববারও (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে গুলিস্তান জিরো পয়েন্ট নটরডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময তারা নিরাপদ সড়কের পাশাপাশি বাসে হাফ পাশের দাবিতেও শ্লোগান দেন।

বিজ্ঞাপন

বেলা ১১ টার দিকে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে হলিক্রস ও সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। তবে পুলিশের উপস্থিতি বেশি থাকায় শিক্ষার্থীরা সড়কে বেশিক্ষণ ছিলেন না।

বেলা ১১ টার দিকে উত্তরা বিএনএস, মাইলস্টোন, রাজউক উত্তরা মডেল ও আইইউবিএটি’র শিক্ষার্থীরা উত্তরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা নিরাপদ সড়ক ও বাসে হাফ পাশের দাবি করেন।

সকাল ১০ টায় নীলক্ষেত মোড় নূর মোহাম্মদ রাইফেলস কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১ টার দিকে শান্তিনগড় সবুজবাগ সরকারি কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যায়।

আর বেলা সাড়ে ১২ টার দিকে ধানমন্ডি-২৭ এলাকার সড়ক অবরোধ করে আশেপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। ফার্মগেট, নীলক্ষেত ও মোহাম্মদপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও ধানমন্ডিতে এসে আন্দোলনে যোগ দেয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) যুগ্ন কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলে কাজ করছে। গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলেছেন। শিগগিরই ঘোষণা আসতে পারে। কিন্তু কিছু শিক্ষার্থী তা না মেনে সড়ক অবরোধ করছে। যার ফলে কর্ম দিবসে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। আমরা অনেক জায়গায় শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কে থেকে সরিয়ে দিয়েছি। দুপুর ২ টাতেও ধানমন্ডিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসএসএ

শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর