Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের অপরাধ তদন্তে ‘স্বাধীন কমিশন’ গঠনে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ১৪:০৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৪:১৩

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো অপরাধের তদন্ত করার জন্য স্বাধীন ‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ (পুলিশ কমপ্লেইন্ট ইনভেস্টিগেশন কমিশন- পিসিআইসি) গঠন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৮ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আাইনজীবী শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ২৩ নভেম্বর রিটের শুনানি শেষে আজ (২৮ নভেম্বর) আদেশের জন্য দিন ধার্য রেখেছিলেন হাইকোর্ট। তারও আগে গত ১ মার্চ সুপ্রিম কোর্টের ১০২ জন আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিট আবেদনে স্বাধীন ‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়। আবেদনের সংযুক্তিতে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশ কর্তৃক সংগঠিত ৫০০টি ঘটনা তুলে ধরা হয়।

রিটে স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত আইজিপি, অবসরপ্রাপ্ত সচিব, আইনের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছিল।

আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে (আইজিপিকে) রিটে বিবাদী করা হয়। গত বছর এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় উচ্চ আদালতে রিট দায়ের করা হয় বলে জানান রিটকারী আইনজীবী।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনএস

পুলিশের অপরাধ স্বাধীন কমিশন হাইকোর্ট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর