Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের নারীরা বিশ্বে যোগ্যতার পরিচয় দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ১৩:০১

লবুচে ওড়ানো বাংলাদেশের পতাকাটি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন শান্তু, ছবি: বাসস

ঢাকা: বাংলাদেশের নারীরা সারাবিশ্বে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। দেশের উন্নয়নেও নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন তিনি।

‘লবুচে’ পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হোসেন শান্তু গতকাল শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। এ সময় শান্তাকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক নানা ক্ষেত্রেও নিজেরদের যোগ্যতার পরিচয় দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন– যা অত্যন্ত আশাব্যঞ্জক।

এ সময় পর্বত জয়ী জয়নাব বিনতে হোসেন শান্তুকে ফুল দিয়ে শুভেচছা জানান ড. মোমেন। আর লবুচে পর্বতশৃঙ্গে ওড়ানো বাংলাদেশের পতাকাটি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন শান্তু।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবুচে পর্বতারোহীদের তালিকায় বাংলাদেশের প্রথম নারীর নাম লেখানোর এই গৌরবময় দৃষ্টান্ত বাংলাদেশের সকল নারীদের সাফল্য অর্জনে প্রেরণা যোগাবে। বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যেকোনো প্রচেষ্টায় তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

আগামীতে জয়নাবের আরও সাফল্য কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জয়নাবের লবুচে পর্বত অভিযানের স্পন্সর নাসির মিল্কি (সৌরভ) উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১ নভেম্বর, বাংলাদেশি প্রথম নারী হিসেবে জয়নাব বিনতে হোসেন শান্তু নেপালের ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বত জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনেন।

সারাবাংলা/টিএস/এনএস

জয়নাব বিনতে হোসেন শান্তু পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর