আবরার হত্যা মামলার ২২ আসামি আদালতে
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২১ ০৯:৫৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৩:১৫
২৮ নভেম্বর ২০২১ ০৯:৫৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৩:১৫
ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত দিনে ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়। মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় তাদের রাখা হয়েছে।
দুপুর ১২ টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার আগে আসামিদের এজলাসে তোলা হবে।
এদিকে রায়কে কেন্দ্র আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্ধশতাধিকের বেশি আইন-শৃঙ্খলাবাহিনী নিয়োজিত করা হয়েছে।
সারাবাংলা/এআই/এএম