Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী নগর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ২১:২৬

রাজশাহী: রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২০২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলের সভানেত্রী শেখ হাসিনা রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। ফলে রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি পদ শূন্য হওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের মার্চে অনুষ্ঠিত সম্মেলনে খায়রুজ্জামান লিটন সভাপতি ও ডাবলু সরকার সাধারণ সম্পাদক হয়েছিলেন।

এর আগে, ২০১৪ সালের সম্মেলনেও তারা সভাপতি-সম্পাদক হন। নগর আওয়ামী লীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বর্তমান কমিটির ৯ জন সহ-সভাপতির মধ্যে তিন নম্বরে ছিলেন।

সারাবাংলা/এসজে/এমও

আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল রাজশাহী নগর