Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ২০:০১ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ২৩:২৮

ফাইল ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাসে শিক্ষার্থীদের হাফ পাশের দাবি যৌক্তিক। তবে সড়কে বিশৃঙ্খলা করা যাবে না। এ নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একটি সমঝোতা হয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা শীর্ষক সেমিনার এবং মুক্তিযুদ্ধে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেরিলা অপারেশনে অংশগ্রহণকারী ‘ক্র্যাক প্লাটুনের’ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশে অতীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর প্রসঙ্গে টেনে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এ রকম অর্ধেক ভাড়ায় চলেছি। ছোটবেলায় আমরাও হাফ ভাড়ায় চলেছি।’

হাফ ভাড়ার দাবিতে রাজপথে ছাত্রদের দাবিকে যৌক্তিক মনে করেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, কম ভাড়ায় তাদের চলাচল নিশ্চিত করা উচিত। ছোটবেলায় আমরাও স্বল্প ভাড়ায় চলেছি। এরাও চলত। হঠাৎ করে কেন বন্ধ হলো আমার জানা নেই।’

আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবির বিষয়টি সুরাহার প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান খান বলেন, ‘শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক। তবে সড়কে বিশৃঙ্খলা করা উচিত নয়।’

সারাবাংলা/ইউজে/একে

আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর