Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় ২ নারী নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ১৯:১৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৯:৩৭

প্রতীকী ছবি

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসনাবাদ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই নারী নিহত ও এক শিশু আহত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন রূপবানু (৬৫) ও তার পূত্রবধু মৌসুমী (২৭) ও গুরুতর আহত হয়েছে মৌসুমীর মেয়ে মোহনা (৭)। নিহতদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের নোর্য়াদ্দা এলাকায়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, বেলা ১১টায় রাস্তা পারাপারের সময় মাওয়া থেকে ঢাকাগামী একটি দ্রুত পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রূপবানুকে মিডফোর্ড হাসপাতালে ও মৌসুমীকে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৌসুমীর মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও জানান, চালক পিকআপটি রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

২ নারী নিহত ঢাকা-মাওয়া পিকআপ ভ্যান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর