Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে আইন করা উচিত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ১৮:২০

ঢাকা: বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে আইন করা উচিত। বেসরকারি গণপরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষমতা সরকারের নেই।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মহাসড়ক বিল, ২০২১-এর সংশোধনের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘সড়ক নিরাপত্তা দেওয়ার দাবির সঙ্গে সঙ্গে হাফ পাসের একটা দাবি বহুদিন ধরে শিক্ষার্থীরা করছে। অর্থাৎ অর্ধেক ভাড়ায় যেন তারা গণপরিবহনে চলাচল করতে পারে। সম্প্রতি দেশের শহর এলাকার কিছু বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয়। কিন্তু এটা নিয়ে কোনো আইন বা নীতিমালা না থাকায় ভাড়া বাড়ানোর পর সমস্যা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি বাস ভাড়া বাড়ানোর পর মালিকপক্ষ হাফ ভাড়া বন্ধ করে দিয়েছে। এই জেরে শিক্ষার্থীরা পথে নেমে এসেছে। কিন্তু তাদের উপর ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা হামলা করেছে। তিন বছর আগে যখন আন্দোলন হয়েছিল, তখন হেলমেট পরে তারা চেহারা লুকানোর চেষ্টা করেছিল। এইবার যখন ঝাঁপিয়ে পড়ল হেলমেট পরা দেখিনি।’

রুমিন ফারহানা বলেন, ‘আইন মেনে ব্যবসা করতে হয়। সরকার বলে বেসরকারি গণপরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষমতা সরকারের নেই। কথাটি সঠিক বা সত্য নয়। কারণ, সরকার যদি ব্যবসার জন্য কোনো আইন করে সেটা মেনে নিয়ে ব্যবসা করতে হয় ব্যবসায়ীদের। সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার আইন করতে পারে। সেক্ষেত্রে সবাইকে সেটা মানতে হবে। শুধু শহর এলাকার বাসে নয়, সব গণপরিবহনে অবলিম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিয়ে যাতায়াতের আইনি বিধান করা হোক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

রুমিন ফারহানা সংসদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর