Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার জেলায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ১৫:০৫

ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের চার জেলায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। জেলাগুলো হচ্ছে কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা এবং গাজীপুর।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করার লক্ষ্যে এরইমধ্যে ‘ফিজিবিলিটি স্ট্যাডি’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফিজিবিলিটি স্ট্যাডি সম্পন্ন করার পর কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করা হবে।’

যশোর-৩ আসনের এমপির অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “যশোর জেলায় নতুন করে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে বিদ্যমান জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়নের মাধ্যমে ক্রিকেট ও ফুটবল খেলার উপযোগী স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ‘নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়াম এবং যশোর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প শিরোনামে ডিপিপি পুনর্গঠন করে গত ৩১ অক্টোবর পরিকল্পনা কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।”

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় সংসদ জাহিদ আহসান রাসেল স্টেডিয়াম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর