Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষির গুচ্ছ পরীক্ষায় জালিয়াতি, কারমাইকেল শিক্ষার্থী আটক

শেকৃবি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১ ১৪:৪৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৫:২৯

ফাইল ছবি

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের কৃষির গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্যজনের হয়ে অংশগ্রহণ করার অভিযোগে এক তরুণকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত তরুণের নাম শাহারিয়ার আলম বলে জানা গেছে।

শাহারিয়ার রংপুরের কারমাইকেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। শনিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো হারুন অর রশীদ এ তথ্য জনিয়েছেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে তাকে সন্দেহভাজন মনে হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে জানা যায় সে তানভীর হাসান নামের ছাত্রের হয়ে পরীক্ষা দিতে এসেছে। আমরা এখন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় থেকে বাদী হয়ে মামলা করব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির জিজ্ঞাসাবাদে আটককৃত তরুণ জানান, তার নাম শাহারিয়ার আলম। তার বাসা দিনাজপুরের চিড়িয়াবন্দর এলাকায়। এছাড়াও সে নিজেকে কারমাইকেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছে।

আটককৃত তরুণ সাংবাদিকদের জিজ্ঞাসার মুখে জানায়, তিনি ২০ হাজার টাকা চুক্তিতে এখানে পরীক্ষা দিতে এসেছিলেন।

সারাবাংলা/এনএস

গুচ্ছ ভর্তি পরীক্ষা টপ নিউজ ভর্তি পরীক্ষায় জালিয়াতি যুবক আটক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর