Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশ চ্যানেলে শরণার্থী সংকট: বরিসের চিঠিতে ক্ষুব্ধ ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২১ ২৩:১৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১০:১২

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া শরণার্থীদের ফিরিয়ে নিতে ফ্রান্সকে লেখা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের চিঠির ভাষ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে প্যারিস। রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠেয় ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

এদিকে, প্রীতি প্যাটেলের আমন্ত্রণ প্রত্যাহার করা হলেও বাকিদের নিয়ে শরণার্থী সংকট নিরসনে আলোচনা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ওই চিঠি ফ্রান্সকে হতাশ করেছে। চিঠিটি জনসমক্ষে প্রকাশ করা আরও খারাপ হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ নভেম্বর) ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে ক্যালের উপকূলে রাবারের ডিঙ্গি চুপসে গিয়ে ২৭ জনের মৃত্যু হয়। এ ঘটনার জন্য দুই দেশ একে অপরকে দোষারোপ করে আসছে। জনসন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোক লেখা তার চিঠিতে বুধবারের মতো বেদনাদায়ক ঘটনা এড়াতে ফ্রান্স-যুক্তরাজ্য যৌথ টহল চালু, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, শরণার্থীদের ফ্রান্সে ফিরিয়ে নিতে দ্রুত একটি চুক্তি করাসহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিলেন।

অন্যদিকে, ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস প্রধানমন্ত্রীর চিঠির পক্ষে সাফাই গেয়ে বলেছেন, যে কোনো সংকটে বন্ধু ও প্রতিবেশীদের একসঙ্গে কাজ করতে হয়। কোনো দেশই শরণার্থীদের চাপ একা সামাল দিতে পারবে না। ফ্রান্স তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ ফ্রান্স বরিস জনসন যুক্তরাজ্য

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর