Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্চবিশপীয় প্রতীকে ভূষিত লরেন্স সুব্রত হাওলাদার

সারাবাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২১ ২০:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ক্যাথলিক খ্রিষ্টানদের মেট্রোপলিটন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার আর্চবিশপীয় প্রতীক পাল্লিউম বসনে ভূষিত হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে নগরীর সেন্টপ্লাসিড স্কুল মাঠে ক্যাথলিক খ্রিস্টভক্তদের উপাসনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে আর্চবিশপীয় প্রতীকে ভূষিত করা হয়। এসময় বাংলাদেশের সব বিশপ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১ হাজার ৬০০ খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাল্লিউম বসন হলো উলের তৈরি একটি বিশেষ পোশাক, যা একজন আর্চবিশপকে পরিয়ে দেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ। আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদারকে পাল্লিউম বসনে ভূষিত করেছেন পোপের প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী।

গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভ্যাটিকান সিটিতে অবস্থানরত কাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের নতুন আর্চবিশপ হিসেবে লরেন্স সুব্রত হাওলাদারকে মনোনয়ন দেন। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি চট্টগ্রামের ক্যাথলিক খ্রিষ্টভক্তদের পরিচালনার দায়িত্ব নেন।

১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর বরিশালের নবগ্রামে জন্মগ্রহণ করেন লরেন্স সুব্রত। ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর ক্রুশ সংঘের একজন কাথলিক যাজক হিসেবে তার অভিষেক হয়। ২০০৯ সালের ৩ জুলাই তিনি চট্টগ্রাম ডায়োসিসের সহকারী বিশপ এবং ২০১৬ সালের ২৯ জানুয়ারি নতুন সৃষ্ট বরিশাল ডায়োসিসের প্রথম বিশপ হিসেবে তিনি অভিষেক গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশে কাথলিক খ্রিষ্টানদের আটটি ডায়োসিস আছে। এগুলো হচ্ছে— ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও বরিশাল। প্রতিটি ডায়োসিসের অন্তর্ভুক্ত আছে বেশ কয়েকটি প্যারিশ বা চার্চ। প্রতিটি চার্চের ধর্মযাজক ‘প্যারিস প্রিস্ট’ নামে অভিহিত। আর ডায়োসিসের প্রধান ধর্মযাজক হলেন একজন ‘বিশপ’। আটটি ডায়োসিসের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম হলো আর্চডায়োসিস এবং দুই ডায়োসিসের প্রধান হচ্ছেন একজন করে আর্চবিশপ।

চট্টগ্রাম আর্চডায়োসিসের অধীনে আছে বাংলাদেশের ৯টি প্রশাসনিক জেলা। এগুলো হচ্ছে— চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার।

সারাবাংলা/আরডি/টিআর

আর্চবিশপ আর্চবিশপ জর্জ কোচেরী আর্চবিশপীয় প্রতীক পাল্লিউম বসন লরেন্স সুব্রত হাওলাদার