Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকা ছাড়াই ভোট হচ্ছে বিনাইল ইউপিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২১ ২০:০৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ০৯:৫৬

দিনাজপুর: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে সরকার দল থেকে নৌকা প্রতীক নিয়ে দলীয় নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ নিলেও ব্যতিক্রম দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ছাড়াই এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

স্বচ্ছপ্রার্থী না থাকায় এবং গত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করায় এবার দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাদের।

বিজ্ঞাপন

বিরামপুর উপজেলার নির্বাচন অফিসের তথ্যমতে, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী স্বতন্ত্র ভাবে অংশ নিচ্ছেন। কোন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে কেউ অংশগ্রহণ করেনি।

স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ঘোড়া মার্কা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম, চশমা প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হামিদুর রহমান ও আনারস প্রতীক নিয়ে লড়াই করছেন হুমায়ুন কবির বাদশা।

উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ৫নং বিনাইল ইউপিতে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় মো. আব্দুর রউফ মিন্টুকে। দলের শৃঙ্খলা ভেঙে সেই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মো. শহিদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হামিদুর রহমান। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রউফ মিন্টুকে হারিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম জয় লাভ করেন।

এবার কেন নৌকা প্রতীক চাননি এমন বিষয়ে জানতে চাইলে ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ও সাবেক নৌকা মার্কার প্রার্থী আব্দুর রউফ মিন্টু বলেন, ‘গতবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই সময় দলের দেওয়া প্রতীকের বিরুদ্ধে দুই জন কাজ করায় আমি হেরে গেছি। এবার প্রার্থিতা চাইলে আবারো সেই অবস্থায় হবে। দলের মধ্যে বিভেদ বাড়বে। বেশ কিছু বিষয় নিয়ে আমি এবার নৌকা প্রতিকের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করিনি।’

বিজ্ঞাপন

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, ‘এবার ওই ইউনিয়ন থেকে দুইজন নৌকা প্রতীকের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছিলেন। তারা দুজনেই গতবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় এবার তাদের নৌকা প্রতীকের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা সম্ভব হয়নি। এর কারণে এবার ওই ইউনিয়নে দলীয় প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।’

ইউনিয়নের ১৬ হাজার ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী ২৮ নভেম্বর।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচন নৌকা নৌকা প্রতীক বিনাইল ইউপি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর