Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন পর ফের ৩ মৃত্যু, শনাক্ত কিছুটা বেড়েছে

সারাবাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২১ ১৯:১০

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন করোনায় ৯ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা নেমে হয়েছে তিনজন। তবে করোনায় মৃত্যু কমার পাশাপাশি আগের দিনের তুলনায় নতুন সংক্রমণ অবশ্য কিছুটা বেড়েছে। আগের দিন ২৩৭ জনের শরীরে করোনা সংক্রমণ হলে গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা হয়েছে ২৩৯ জন।

একইসঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১ দশমিক ৪১ শতাংশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৮টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৬ হাজার ৮৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। পুরনো ও নতুন মিলে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৬টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৭৮৫টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪৪ হাজার ২৬৪টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩০ লাখ ৭৪ হাজার ৫২১টি।

২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত সংখ্যা ও সংক্রমণ হার

বিজ্ঞাপন

আগের দিন দেশে ২৩৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ২৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যাও কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩৬০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

মৃত্যু কমে ৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন, যা আগের দিন ছিল ৯ জন। এই ৩ জনের মৃত্যুসহ দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৭ হাজার ৯৭৩ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনই সরকারি হাসপাতালে মারা গেছেন।

মৃত ১ জন পুরুষ, নারী ২ জন

গত ২৪ ঘণ্টায় যে ৩ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে দুই জন নারী, একজন পুরুষ। এ নিয়ে করোনা সংক্রমণ নিয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯০০ জন, যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৯৯ শতাংশ। অন্যদিকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে নারী মারা গেলেন ১০ হাজার ৭৩ জন, যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ০১ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যে ৯ জন মারা গেছেন, এর মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী রয়েছেন একজন। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন ও ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন রয়েছেন।

৬ বিভাগে মৃত্যু নেই

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় যে ৩ জন মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ দুই জন খুলনা বিভাগের। এ ছাড়া ঢাকা বিভাগে একজন মারা গেছেন। তবে দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর