মেক্সিকোর নারী সমাবেশে গুলি, ৩ মৃত্যু
২৬ নভেম্বর ২০২১ ১৮:০২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৮:০৪
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মেক্সিকোর সনোরায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গুলিতে তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) গোয়েইমাস শহরের পৌর ভবনের বাইরে এ ঘটনা ঘটেছে বলে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে জানিয়েছে রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মৃতদের মধ্যে দুই জন পুরুষ এবং অপরজন নারী। স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে মৃতদের এক জন বিক্ষোভে অংশগ্রহণকারী এবং দুই জন স্থানীয় মেয়রের দেহরক্ষী।
এদিকে, নারীর প্রতি সহিংসতা বন্ধে বৃহস্পতিবার মেক্সিকোজুড়ে একযোগে বিক্ষোভ হয়েছে। রাজধানীতে এক দল বিক্ষোভকারী পুলিশের আত্মরক্ষার বর্ম কেড়ে নিতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লক্ষ্য করে স্মোক বোমা ছুঁড়েছে। বিক্ষোভে সহিংসতায় ১০ নারী পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
বিবিসি বলছে, বার্সেলোনা, প্যারিস ও লন্ডনসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নারী বিক্ষোভে নানান সহিংসতার ঘটনা ঘটেছে। তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদুনে গ্যাস ছুড়তে হয়েছে।
সারাবাংলা/একেএম