যশোরে মধ্যরাতে শেষ হচ্ছে ইউপি নির্বাচনের প্রচারণা
২৬ নভেম্বর ২০২১ ১৭:৫১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৭:৫৩
যশোর: তৃতীয় দফায় যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার-প্রচারণা। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ শুক্রবার (২৬ নভেম্বর) মধ্যরাতে।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের সঙ্গে বেশির ভাগ জায়গায় বিদ্রোহী প্রার্থীদের তীব্র লড়াই ও সংঘর্ষ থাকলেও ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহী। ইতোমধ্যে বেশ কয়েক জায়গায় নৌকার বিদ্রোহীরা নির্বাচন থেকে সরে গিয়ে দলের প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এদিকে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। চায়ের দোকান বা বাজারেই সবখানেই এই ভোটের আমেজ। ভোটাররাও চাচ্ছেন যোগ্য লোক বিজয়ী হয়ে ইউনিয়নে কাজ করুক।
ইতোমধ্যে জেলার ৩ উপজেলায় নির্বাচনী অনেকগুলো সহিংসতার ঘটনায় ২ জন নিহত ও অনন্তত ৫০ জন আহত হয়েছেন। তবুও শেষ মুহূর্তে ভাটাররা সুষ্ঠু পরিবেশ আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।
উল্লেখ্য, অঅগামী ২৮ নভেম্বরে ৩ উপজেলার ৩৫টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। নির্বাচনে ১৭১ চেয়াম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থীসহ ১ হাজার ৭০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাবাংলা/এমও