Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২১ ১২:৩১

মেহেরপুর: গাংনী উপজেলার উত্তর পাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম জিল্লুর রহমান (৫০)। তিনি গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, জিল্লুর রহমান মোটরসাইকেল যোগে গাংনী আসছিলেন। উত্তরপাড়াতে পৌঁছালে মেহেরপুরগামী যাত্রীবাহী বাস (যার নম্বর মেহেরপুর জ- ০৪-০০১৬) তাকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় রাস্তার ওপর ছিটকে পড়েন জিল্লুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আমার প্রমাণ করার কিছু নেই: লিটন
১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর