Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ২৩:৪৭

ফাইল ছবি

মাগুরা: জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই কার্যক্রম শুরু হয়। জেলার ছয়টি কেন্দ্রে মোট ১১ হাজার ১৫ জন এইচএসসি পরীক্ষার্থীদের এ টিকা দেওয়া হচ্ছে।

সকাল সাড়ে ৯ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন- করোনা মোকাবেলায় মাগুরা জেলার দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোছাম্মাৎ নাসিমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন সিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান।

বিজ্ঞাপন

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান জানান, জেলার ১১ হাজার ১৫ জন এইচএসসি পরীক্ষার্থীকে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা জেলার ছয়টি কেন্দ্রে থেকে সকাল ৯ থেকে বিকাল ৪টা পর্যন্ত দেয়া হচ্ছে। কেন্দ্র গুলো হলো মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ, সরকারি পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীপুর ডিগ্রি কলেজ, মহম্মদপুর ও শালিখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।

সারাবাংলা/আরএফ/

গণটিকা গণটিকা কর্মসূচি মাগুরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর