রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা, মেয়র পদ হারাতে পারেন আব্বাস
২৫ নভেম্বর ২০২১ ২২:০১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ২২:০৯
রাজশাহী: বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছেন কাউন্সিলররা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় একে একে সবাই অনাস্থা প্রস্তাবে সই করেন। অনাস্থা প্রস্তাব জেলা প্রশাসকের কাছে জমা দেবেন বলে জানা গেছে।
এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে কথা বলায় কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজশাহী শহরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে এই সমাবেশ হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি আব্বাসকে শহরে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি আব্বাসকে শহরে যেখানে দেখা যাবে, সেখানেই প্রতিরোধের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। এছাড়া তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার এবং দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
নগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। সমাবেশের আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এর আগে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর কথা ও রাজশাহী সিটির মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে কটূক্তি করায় মেয়র আব্বাস সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে নগর আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আব্বাসকে ‘খুনি মোশতাকের প্রেতাত্মা’ বলে আখ্যায়িত করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
আরও পড়ুন:
- কাটাখালীর সেই মেয়রকে আ.লীগ থেকে অব্যাহতি
- মেয়র আব্বাসের বিরুদ্ধে ৩ মামলা, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
- বঙ্গবন্ধুর ম্যুরাল ইসলামী শরিয়ত মতে নয়— মন্তব্য কাটাখালী মেয়রের
এ ছাড়া দুপুরে রাজশাহী-৩ (পবা-মোহনপুরের) এমপিও আলাদা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘এই ধরনের কুলাঙ্গাররা বাঙালি জাতিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের জাতির পিতাকে নিয়ে বার বার কথা বলে। আমি তার কঠোর শাস্তি দাবি করছি।’
আপত্তিকর মন্তব্যের অডিও ভাইরাল হওয়ার পর আব্বাস আলীকে কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়েছে পবা উপজেলা আওয়ামী লীগ। তবে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পদে এখনও আছেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বলেন, ‘জেলা আওয়ামী লীগকে অনুরোধ করেছি একটা সভা করে আব্বাসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আমার অনুরোধে শুক্রবার সেই সভা হবে। জাতির পিতাকে নিয়ে যে কটূক্তি আব্বাস আলী করেছে তার জন্য আমি শুধু সাংগঠনিকভাবেই তার শাস্তি চাই না, রাষ্ট্রীয়ভাবে আইনের মধ্য দিয়েও আমি তার শাস্তি দাবি করি।’
এদিকে বঙ্গবন্ধুকে কটূক্তি করায় কাটাখালী পৌরবাসী মেয়র আব্বাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন। বৃহস্পতিবার বিকেলে কাটাখালী বাজারে বের হওয়া এই ঝাড়ু মিছিলে পৌরসভার কাউন্সিলররাও অংশ নেন। তারা মেয়রের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিল শেষ সমাবেশ হয়। মিছিল থেকে আব্বাস চত্বর ভেঙে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম।
এ সময় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মজিদ সারাবাংলাকে বলেন, ‘মেয়র প্রথমত বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন, দ্বিতীয়ত তার অনেক অনিয়ম আছে। এসব তুলে ধরে আমরা অনাস্থা প্রস্তাব এনেছি। জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। তিনি অনাস্থা প্রস্তাব গ্রহণ করতে চেয়েছেন।’ কাউন্সিলরদের এই অনাস্থা প্রস্তাব নিয়েই আব্বাসের মেয়রের পদ হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে।
ইতোমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে কথা বলায় দলীয় পদ হারানোর পর মেয়রের পদটিও হারিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। একই কারণে আওয়ামী লীগের দলীয় পদ হারিয়েছেন রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। জাহাঙ্গীরের মতো তারও এখন মেয়রের পদ হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে রাজশাহীতে দুটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে ঘরোয়া বৈঠকের যেসব আপত্তিকর কথাবার্তা রয়েছে তা মেয়র আব্বাসের বলে দাবি করা হচ্ছে। এ নিয়ে রাজশাহীতে তোলপাড় চলছে। চলছে নানা কর্মসূচিও। ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র আব্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। আর উপজেলা আওয়ামী লীগ বুধবার জরুরি সভা করে মেয়র আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
সারাবাংলা/পিটিএম