Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার অবসরে আঁকা শিল্পকর্ম নিয়ে ঢাবিতে প্রদর্শনী

ঢাবি করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ২১:২৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ২১:৫৫

করোনাকালীন অবসরে আঁকা শিল্পকর্ম নিয়ে তিন দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষার্থী। ‘প্রত্যাবর্তন’ শিরোনামের এই প্রদর্শনীতে চারুকলা অনুষদের শতাধিক শিক্ষার্থীর পাঁচ শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ডিজিটালসহ বিভিন্ন ক্যাটাগরির ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিগুলোর বিষয়বস্তুতেও আছে ভিন্নতা— বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, নিসর্গ, ইলাস্ট্রেশনসহ বৈচিত্র্যময় সব ছবি দিয়ে ঠাসা চারুকলার আঙিনা।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীর আয়োজন করেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থী ফারহাদ হাসান সুজন, সৈকত চৌধুরী, শাকিল মৃধা ও সাখাওয়াত হোসেন রনি।

প্রদর্শনীর আয়োজন প্রসঙ্গে ফারহাদ হাসান সুজন সারাবাংলাকে বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে সবকিছু স্থবির থাকলেও থেমে ছিল না শিল্পীর তুলি। শিল্পীর সেই কর্মচাঞ্চল্যই ঘরবন্দি মানুষকে ভালো বোধ করার উৎসাহ জুগিয়েছে। আর সেসব শিল্পকর্ম নিয়ে আমরা ফিরেছি আপন আঙ্গিনায়।

আরেক আয়োজক সৈকত চৌধুরী জানিয়েছেন, এ ধরনের প্রদর্শনী প্রতিমাসে অন্তত একটি করার পরিকল্পনা আছে তাদের। তিনি বলেন, ‘আমরা প্রতিমাসে এমন একটি আয়োজন করার পরিকল্পনা করছি। আশা করছি এ আয়োজন অব্যাহত থাকবে।’

সারাবাংলা/আরআইআর/টিআর

উন্মুক্ত প্রদর্শনী চারুকলা অনুষদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর