চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের পর করোনার ভ্যাকসিন পেলেন বেদেরা
২৫ নভেম্বর ২০২১ ২০:৫৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ২০:৫৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিসেবে পরিচিত বেদে সম্প্রদায়ের লোকজনকেও করোনার ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জেলা সিভিল সার্জনের কার্যালয়ে বেদে সম্প্রদায়ের ৩১৫ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর আগে গত ২২ নভেম্বর তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘তৃতীয় লিঙ্গের মতো বেদে সম্প্রদায়ের অনেকেরও জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ নেই। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধনের সুযোগ তাদের নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব শ্রেণির মানুষের জন্য ভ্যাকসিন কর্মসূচির আওতায় বেদে সম্প্রদায়ের লোকজনকে আমরা ভ্যাকসিন দিয়েছি। দেশে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রথমবারের মতো বেদে সম্প্রদায়কে ভ্যাকসিনের আওতায় আনা হলো।’
সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, তৃতীয় লিঙ্গের প্রতিনিধিত্বকারী সংগঠন নবজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফাল্গুনী হিজড়া বেদে সম্প্রদায়ের লোকজনকে সংগঠিত করে ভ্যাকসিনের জন্য নিয়ে যান।
এসময় চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহেদা আকতার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ছিলেন।
সারাবাংলা/আরডি/টিআর