Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ২০:৪৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ২২:৫০

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। হতাহতের শিকার তিন জনই অটোরিকশার আরোহী ছিলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

হাইওয়ে পুলিশের স্থানীয় নাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসটি হাটহাজারী থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে সিএনজি অটোরিকশাটি নাজিরহাট থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিল। কাটিরহাট বাজারে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত এক জনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

হতাহত তিনজনই অটেরিকশার যাত্রী। নিহত দু’জন পুরুষ। এদের একজনের বয়স আনুমানিক ৩৫ বছর, আরেকজনের ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তিকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে ওসি মুক্তার হোসেন জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিআর

টপ নিউজ বাস-অটোরিকশা সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর