চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর
২৫ নভেম্বর ২০২১ ১৯:৩৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ২০:০৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নাহিদা আফরোজ অনিতা (২৩) চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এমবিএ’র ছাত্রী ছিলেন। অনিতার শ্বশুরবাড়ি নগরীর কর্নেলহাট এলাকায়।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা সারাবাংলাকে বলেন, ‘দুপুরে মাদারবাড়িতে কোচিং শেষে স্বামী আরমান শাকিলের মোটরসাইকেলে করে কর্নেলহাট এলাকার বাড়িতে ফিরছিলেন অনিতা। ডিটি রোডে মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেল রাস্তার ওপর গর্তে পড়ে যায়। এসময় অনিতা ও তার স্বামী দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। লরির সঙ্গে ধাক্কা লেগে অনিতার মাথার মগজ বেরিয়ে যায়।’
গুরুতর আহত অনিতাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর লরি ফেলে চালক পালিয়ে যান। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের কথা জানিয়েছেন পুলিশ পরিদর্শক মাসুদ রানা।
সারাবাংলা/আরডি/টিআর
কলেজছাত্রী নিহত চট্টগ্রাম কমার্স কলেজ লরির ধাক্কা সড়ক দুর্ঘটনা