Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা ঝুঁকি: চবির পদোন্নতি-নিয়োগ বোর্ড থেকে ডিনের পদত্যাগ

চবি করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ১৮:০৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৮:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য নির্বাচনী বোর্ডের সদস্য থেকে পদত্যাগ করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, স্মারক নম্বর- এ-৩৭৫/৭২৮০ ২১ নভেম্বর অনুযায়ী আমি নিম্ন স্বাক্ষরকারীকে অত্র বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী/সমমানের পদ হতে সেকশন অফিসার অথবা সমমানের আপগ্রেডেশনের মাধ্যমে নিয়োগের জন্য নির্বাচনী বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‘বর্তমানে উক্ত নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াগত ত্রুটির কারণে আইনি জটিলতা ও সামাজিক ঝুঁকি সৃষ্টি বলে মনে করছি। এই অবস্থায় ব্যক্তিগত নিরাপত্তার কারণে আমি উক্ত নির্বাচনী বোর্ড থেকে পদত্যাগ করছি। এ পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, আমরা পদত্যাগপত্র পেয়েছি। কী মনে করে উনি পদত্যাগ করছেন। এটি ওনার ব্যক্তিগত ব্যাপার।’

সারাবাংলা/সিসি/একে

চবি পদোন্নতি কমিটি

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর