চট্টগ্রামে সেপটিক ট্যাংকে বস্তাবন্দি লাশ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ১৭:২৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৭:৩৬
২৫ নভেম্বর ২০২১ ১৭:২৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৭:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা জয়েছে। লাশটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার ভুজপুর ইউনিয়নের পশ্চিম ভুজপুর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকে লাশটি পাওয়া যায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বাড়ির লোকজন লাশ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে লাশটি গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তবে লাশটি একজন পুরুষের বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশের ধারনা, অন্তত চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু ঘটিয়ে লাশ বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে যাওয়া হয়।
সারাবাংলা/আরডি/টিআর