Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে লেনদেন ৭ মাসের সর্বনিম্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ১৭:১৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৯:৪৪

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ডিএসইতে মাত্র ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন হয়েছে। যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

এর আগে, চলতি বছরেরর ২৭ এপ্রিল ডিএসইতে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়ছিলো। ওই দিনের পর বৃহস্পতিবার ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়।

এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। সে সঙ্গে কমেছে সব সূচক। ৩৬২টি প্রতিষ্ঠানের ২৫ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৬৭২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৮৯টির। কমেছে ২৪১টির এবং ৩২টির শেয়ার ও ইউনিট দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমে ছয় হাজার ৮৫২ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে দুই হাজার ৬০২ পয়েন্টে নেমে আসে। দিন শেষে ডিএসইতে ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট বেচাকেনা হয়েছে।

অন্যদিকে, এদিন পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬০টি কোম্পানির এক কোটি ৫৮ লাখ ২৮ হাজার ৭২৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৬০টি, কমেছে ১৭৫টির এবং ২৫টির দাম কোন পরিবর্তন হয়নি। সিএসইর সার্বিক মূল সূচক ২০০ পয়েন্ট কমে ২০ হাজার ৬৯ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ৩৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একেএম

টপ নিউজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর