শহিদুল হত্যায় তিন জনের যাবজ্জীবন
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ১৪:৩৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৭:০৯
২৫ নভেম্বর ২০২১ ১৪:৩৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৭:০৯
ঢাকা: রাজধানী খিলক্ষেত থানা এলাকায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ইমরোজ ক্ষণিকা এই রায় দেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ,অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
সারাবাংলা/এআই/এসএসএ