Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দা, রিয়াদ, মদিনায় ফ্লাইট যাবে ইউএস-বাংলার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ০০:৪০

ঢাকা: সৌদি আরব প্রবাসীদের যাত্রীসেবা আরও সহজ করতে দেশটিতে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছরের জুনে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট চালাবে তারা।

বুধবার (২৪ নভেম্বর) রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিষ্ঠার শুরু থেকে যাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। ২০২২ সালে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশ্ব এভিয়েশন তথা বাংলাদেশ এভিয়েশন মার্কেটে করোনা পরবর্তী সময়ে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে।

বিজ্ঞাপন

কামরুল ইসলাম জানান, প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশের বসবাস সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই প্রবাসী জনগোষ্ঠীর জন্য ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট পরিচালনা করতে চাই। এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স যে ধরনের এয়ারক্রাফট, বিশেষ করে এয়ারবাস ৩৩০-২০০/৩০০ ব্যবহার করে থাকে, ইউএস-বাংলাও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য একই ধরনের এয়ারক্রাফট ব্যবহার করে যাত্রীসেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত প্রায় ৮ বছর ধরে প্রতিষ্ঠানটি স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এভিয়েশন মার্কেটে যাত্রীদের মধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দুই বছর পূর্তি হওয়ার আগেই ঢাকা-কাঠমান্ডু রুটের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে। ব্যবসায়ের অগ্রযাত্রার স্থিতিশীলতা বজায় রেখে এগিয়ে চলা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০-সহ মোট ১৪টি এয়ারক্র্যাফট রয়েছে। অন্যদিকে আগামী পাঁচ মাসের মধ্যে এই বহরে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ ও চারটি এটিআর ৭২-৬০০ যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছে ইউএস-বাংলা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/টিআর

ইউএস-বাংলা ইউএস-বাংলা এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট