Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠী ৬০ পরিবার পেল টয়লেট উপকরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ২৩:২৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ০০:১১

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলোর মধ্যে সচেতনতা তৈরি করতে ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে উৎসাহিত করতে টয়লেট উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বেসরকারী সংস্থা ব্র্যাক ইনডিজেনাস পিপলস সমন্বিত উন্নয়ন কর্মসূচির আয়োজনে জালালপুর ব্র্যাক অফিস চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার শাহাবউদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটাসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬০টি পরিবারের মধ্যে টয়লেট উপকরণগুলো তুলে দেওয়া হয়। এসময় সংশ্লিষ্টরা বলেন, এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পথে এগিয়ে যাবেন।

সারাবাংলা/টিআর

ক্ষুদ্র নৃগোষ্ঠী টয়লেট উপকরণ বিতরণ