Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামুনুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ঝর্না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ২০:০০

নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় জেলা আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদী ঝর্না।

বুধব‌ার (২৪ নভেম্বর) দুপুরে মামুনুল হককে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়ার পর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় বাদীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন আসামিপক্ষের আইনজীবী। সাক্ষ্যগ্রহণ শেষে বেলা ২টার দিকে মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসলি (পিপি) রকিবুদ্দিন আহমেদ বলেন, আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী। তিনি নিজেই ঘটনার ভিকটিম। আসামির দাবি, ঝর্না তার স্ত্রী। এ প্রসঙ্গেই বাদীকে পরে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।

তবে, বাদী বলেছেন তিনি মামুনুল হককে বিয়ে করেননি। বিয়ের প্রলোভনে তাকে ২ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে ধর্ষণ করেন মামুনুল হক। এর আগেও একাধিকবার তাকে ধর্ষণ করেছেন তিনি।

সারাবাংলা/একেএম

ধর্ষণ মামলা মামুনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর