Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদরুন্নেসার শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি: চালক-সহকারী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৮:৫৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৯:০২

র‌্যাবের হাতে গ্রেফতার চালক রুবেল ও হেলপার মেহেদী

ঢাকা: ঠিকানা পরিবহনের বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণপদ মজুমদার দুই আসামিকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ঠিকানা পরিবহনের এই দুই স্টাফকে আটক করে র‌্যাব। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পরদিন ২২ নভেম্বর তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন-

এর আগে, চালক ও সহকারীকে গ্রেফতারের পর র‌্যাব জানায়, শনির আখড়া থেকে বদরুন্নেসা কলেজ পর্যন্ত ভাড়া ২৫ টাকা। শনিবার (২০ নভেম্বর) ওই শিক্ষার্থী শনির আখড়া থেকে বাসে ওঠার পর অর্ধেক ভাড়া হিসেবে ১৫ টাকা দিতে চায়। এ থেকেই বাগবিতণ্ডার সূত্রপাত। পরে হেলপার মেহেদী অত্যন্ত অশোভন ভাষায় সেই শিক্ষার্থীকে গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে ওই শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে হেলপার স্বীকার করে নিয়েছে, সে ওই শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া নিতে অনিচ্ছুক ছিল।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, বাসটির চালক ও সহকারী মূলত দৈনিক তিন হাজার টাকা চুক্তিতে বাসটি চালাতেন। দিনে তিন হাজার টাকার বেশি যত টাকা উঠত, সেটি তারা ভাগাভাগি করে নিতেন। সে কারণেই বাড়তি মুনাফার জন্য তারা শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে চাইতেন না। তাই ওই শিক্ষার্থী অর্ধেক ভাড়া দিতে চাইলে বাগবিতণ্ডায় জড়ান তারা।

শনিবারের ওই ঘটনার পর রোববার সকাল থেকেই বকশীবাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন-বিক্ষোভ শুরু করে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের আন্দোলনে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি ছয় কলেজের শিক্ষার্থীরাও।

শিক্ষার্থীদের দাবি— ধর্ষণের হুমকি দেওয়া হেলপারকে গ্রেফতার করে বিচার করতে হবে, সব গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে, কলেজের সামনে যাত্রী ছাউনি দিতে হবে, সাইনবোর্ড পর্যন্ত বাস সার্ভিস দিয়ে দিতে হবে, বেগম বদরুন্নেসা কলেজের সামনে বাসের সংখ্যা, রোড সংখ্যা ও ট্রিপ সংখ্যা বাড়াতে হবে এবং বাসে নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি বন্ধ করতে হবে, নিশ্চিত করতে হবে নিরাপত্তা।

সারাবাংলা/এআই/টিআর

গণপরিবহনে অর্ধেক ভাড়া গাড়িচালক ও সহকারী ধর্ষণের হুমকি দেওয়া হেলপার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া হাফ পাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর