Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে সড়কে ঝরল ২ এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৮:২৫

চাঁদপুর: চাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ আরও ২জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১ জন ও ঢাকায় নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার হাফানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শান্ত (১৭), তার প্রতিবেশী আসিফ (১৮)। তারা এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

গুরুতর আহত অন্য ২জন হলেন, মোটরসাইকেল আরোহী সাজ্জাদ (১৭) ও পথচারী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৭০)। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় যাচ্ছিলেন। এসময় পথচারী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাস্তা পার হওয়ায় সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়।এসময় ঘটনাস্থলেই শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর দুই আরোহীসহ পথচারীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে।

সারাবাংলা/আইই

চাঁদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর