খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতি না করার অনুরোধ তথ্যমন্ত্রীর
২৪ নভেম্বর ২০২১ ১৮:২৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৮:৩৬
ঢাকা: খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপিকে অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি। এর মধ্য দিয়ে বেগম জিয়াকে অসম্মান জানানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নবনির্বাচিত পরিষদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এটি কে বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর-রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কোনো ডাক্তার এখনো বলেনি বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এখন বিএনপির নেতারা কি চিকিৎসক হয়ে গেছেন? এটি আমার প্রশ্ন। বিএনপি নেতাদের প্রেসক্রিপশনে সরকার সিদ্ধান্ত নেবে কি না? সেটিও এখন প্রশ্ন।
তিনি বলেন, অতীতেও বেগম জিয়া যখন অসুস্থ হয়েছেন তখনও সব সময় তারা দাবি তুলেছে তাকে বিদেশ পাঠাতে হবে। হাঁটুতে ব্যথা ও গায়ের তাপমাত্রা বেড়ে গেলেও তাকে বিদেশ পাঠাতে হবে। কিছু হলেই বিদেশ পাঠাতে হবে এই জিকির তোলার কারণ কী? কারণ রাজনৈতিক। বেগম জিয়াকে বিদেশ পাঠিয়ে দিতে চান। তারা বেগম জিয়াকে পাঠাতে চান লন্ডনে, যেখানে তারেক জিয়া আছে। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বেগম জিয়া সেখান থেকে যেন আবার রাজনীতি করতে পারেন। তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে সেখান থেকে রাজনীতি করছেন। তাকে স্বাস্থ্যগত কারণে নয়, রাজনৈতিক কারণে বিদেশে পাঠানোর দাবি তোলা হচ্ছে।
এদিকে, হাতিমৃত্যু বাড়ছে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আসলে দিন দিন যেভাবে হাতিমৃত্যু বাড়ছে। বছরে ১৩৭ হাতির মৃত্যু হয়েছে। এটি সত্যিই উদ্বেগজনক। এর অনেকগুলি কারণ আছে যেমনঃ নানান কারণে বনভূমি কমে গেছে, হাতির আবাসস্থল ধ্বংস হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পের জন্য হাতির আবাসস্থল ধ্বংস হয়েছে। তাদের আবাসস্থলগুলোতে মানুষ বসবাস করছে, চাষাবাদ করছে। হাতি যাতে আসতে না পারে সে জন্য ফাঁদ পাতা হচ্ছে। এক্ষেত্রে, খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবাইকে বিনীত অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর শুধু মানুষের নয়। স্রষ্টার সকল সৃষ্টি পৃথিবীর অংশীদার সে বিষয়টি মাথায় রাখতে হবে।
সারাবাংলা/জেআর/একেএম