Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার অবস্থা ক্রিটিক্যাল, আজই বিদেশে পাঠান: ডা. জাফরুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৬:৩৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৮:০৫

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত ক্রিটিক্যাল’ উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য তাকে আজই বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাতেল আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ আহ্বান জানান। এর আগে, মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ রাজনৈতিক এবং নাগরিক সমাজের নেতারা। সেখানে তারা খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা গতকাল (মঙ্গলবার) বিকেলে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। যা দেখেছি, সম্প্রতিককালে এমন মর্মান্তিক ঘটনা আমাদের নজরে আসেনি। খালেদা জিয়া কতক্ষণ, কয় মিনিট, কয় দিন বাঁচবেন— সেটি আমি বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, খালেদা জিয়া চরম ক্রান্তিকালে আছেন। আজকে তাকে হত্যা করা হচ্ছে। এই হত্যার জন্য আইনমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীও হুকুমের আসামি হবেন।’

আরও পড়ুন- খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বললেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্ণনা করতে গিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছেন। যেকোনো মুহূর্তে চলে যেতে পারেন। তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। মেডিকেল বোর্ডের ৬ জন চিকিৎসক আমাকে বিস্তারিত বলেছেন। আমি তাদের ফাইলের প্রতিটি লেখা পড়ে দেখেছি। তার মুখ দিয়ে রক্তপাত হচ্ছে। ব্লাড প্রেশার একশ’র নিচে নেমে এসেছে। আমি গতকাল গিয়ে দেখেছি, তাকে রক্ত দেওয়া হচ্ছে। আমি ফাইলের প্রতিটি লাইন দেখেছি, কারও মুখের কথায় কিছু বলছি না। সম্ভব হলে আজ রাতেই তার বিদেশে ফ্লাই করা উচিত। আর না হলে যেকোনো কিছু ঘটে যেতে পারে।’

বিজ্ঞাপন

রাষ্টপতির উদ্দেশে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পায়খানা, প্রস্রাব পরীক্ষা করার জন্য দেশের বাইরে যান। রাষ্ট্রপতি হিসেবে আপনার একটি দায়িত্ব আছে। আপনি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যেতে পারতেন।’

আইনমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আর কোনো বাড়াবাড়ি কইরেন না। একজন মৃত্যুপথযাত্রীর জীবনটা রক্ষা করেন। এখন আর কোনো ভানুমতির খেলা দেখাইয়েন না। অনুগ্রহ করে আজই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেন।’

প্রধান বিচারপতিকেও হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখে আসার আহ্বান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সারসহ অন্যরা।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল অনলাইনে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য আক্তার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/টিআর

খালেদা জিয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা টপ নিউজ ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর