Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানো হবে: কৃষিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৫:৫৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৭:৪৪

ফাইল ছবি

ঢাকা: গত এক সপ্তাহ ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ব্যারেল প্রতি দশ ডলারের কাছাকাছি কমে এসেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের দাম কমবে কি না সে প্রশ্নে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের বাজারেও কমানো হবে। কারণ এর নেতিবাচক প্রভাব কৃষি ক্ষেত্রেও পড়তে শুরু করেছে।

বুধবার (২৪ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ডিজেলের দাম বাড়ানোর প্রভাব কৃষি ক্ষেত্রে পড়লে সরকার কৃষকদের সহয়তা করবে কি না জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, প্রভাব তো অবশ্যই পড়বে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এমনি আমাদের কৃষকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। পিক সিজনে তারা ফসলের দাম পায় না। সেজন্য কৃষিপণ্য প্রসেসিংয়ের কথা আমরা বলছি, বাণিজ্যিকরণ কিংবা বিদেশে রফতানি বাজারে গিয়ে তারা যেন ভাল দাম পায়, এগুলোর উদ্যোগ গ্রহণ করা।

৪০ শতাংশ সেচ মেশিন বিদ্যুতে চলে জানিয়ে তিনি বলেন, তাদের খুব অসুবিধা হবে না। কিন্তু ডিজেলে ক্ষেত্রে সমস্যা হবে। দেখা যাক আন্তর্জাতিক বাজারে দামের ট্রেন্ডটা তো কমের দিকে আছে, যদি কমে সরকারও ডিজেলের দাম কমাবে। ডিজেলে ভর্তুকি দেয়া ঝামেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা নিয়ন্ত্রণ করা যাবে না। এটা নিয়ে বিক্রি করে দেবে। সেচ যন্ত্রের কথা বলে অন্য কাজে ডিজেল ব্যবহার করবে। ডিজেলে ভুর্তুকি দেওয়া কঠিন হবে।

সারের কোন দাম বাড়ানো হবে না জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী এই বিষয়টার ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে চাই, যে সারের দাম ২৫০/২৩০/২৭০ ডলার ছিল, সেটা এখন ৮০০/৯০০ ডলার। চারগুণ বেড়েছে। আমরা সাড়ে ৯০০ কোটি টাকা ভুর্তুকি দিয়ে থাকি। এটা এবার মনে হয় ২০ হাজার কোটি টাকা দিতে হবে। তবে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমাদের বলেছেন, সারের কোনো দাম বাড়ানো হবে না।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এসিআই অ্যাগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এফএইচ আনসারী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ এবং বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড এলাইড প্রোডাক্ট এক্সপোর্টাস এসোসিয়েশনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

কৃষিমন্ত্রী টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর