Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ হাজার টাকার মুচলেকায় জামিন পেলেন হেলেনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৩:৩৮

হেলেনা জাহাঙ্গীর: ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের ১০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত এই আদেশ দেন।

হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী এএইচএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলার বিরদ্ধে করা চার মামলায় আদালত জামিন মঞ্জুর করেছেন। তার মুক্তিতে আর বাধা রইল না।

গত ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা এবং পল্লবী থানার প্রতারণা মামলায় জামিনের আদেশ দেন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের আরপক মামলায় গত ১৭ আগস্ট ঢাকার সিএমএম আদালত জামিন মঞ্জুর করেন।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর নিজেকে পরিচয় দিতেন। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবশেষ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে মেয়র পদে মনোনয়নপ্রার্থী ছিলেন হেলেনা। এছাড়া জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

গত ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশান-২ এলাকার ৩৬ নং রোডের ৫নং বাড়ি ‘জেনেটিক রিচমন্ড’এ অভিযান পরিচালনা করে হেলেনা জাহাঙ্গীরকে (৪৯) গ্রেফতার করা হয়। পরে পৃথক চার মামলায় তার ১৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

মুচলেকায় জামিন হেলেনা জাহাঙ্গীর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর