৫ দিন বিরতির পর বসছে সংসদ, বক্তব্য দেবেন রাষ্ট্রপতি
২৪ নভেম্বর ২০২১ ১২:৩১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৪:৫৬
ঢাকা: পাঁচ দিন বিরতির পর আবারও বসছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় এই অধিবেশন বসার কথা রয়েছে। এই অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সংসদে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে এই অধিবেশনের শুরু হবে। বুধবার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিল উত্থাপন ও ৭১ বিধিতে নোটিশসহ অন্যান্য কার্যক্রম স্থগিত করতে পারেন স্পিকার ড. শিরীন শারমিন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সংসদের কার্যপ্রণালী বিধি ১৪৭ বিধির আওতায় স্বাধীনতায় সুবর্ণজয়ন্তীতে একটি প্রস্তাব উত্থাপন করবেন এর উপর বিশেষ বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
এই আলোচনা আজ (বুধবার) এবং আগামীকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।
সারাবাংলা/এএইচএইচ/এনএস