Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিনের পর বুস্টার ডোজ নিয়ে ভাবা উচিত’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ০৯:২২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৩:১৭

ডা. এ বি এম আব্দুল্লাহ, ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে। এই কার্যক্রমে দেশের সবাই দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা উচিত বলে মন্তব্য করেছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘কোভিড ১৯ বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সেমিনার শেষে সংবাদমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, দেশে করোনা ভ্যাকসিনের ভালোই কার্যক্রম চলছে। আশা করি আগামী জানুয়ারির মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসবে। সবাই ভ্যাকসিনের আওতায় আসার পর বুস্টার ডোজের বিষয়ে ভাবা উচিত।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে দুই ডোজ ভ্যাকসিন দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আমাদের দেশে ভবিষ্যতে দেবে, এটা নিয়ে কথা বার্তা আলোচনা চলছে।

অধ্যাপক ডা. আবদুল্লাহ বলেন, ইউরোপিয়ান দেশগুলোতে করোনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে জার্মান, ইউকে ও রাশিয়াতে বেশি হচ্ছে। আমেরিকাতেও আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। একইসঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সেই হিসেবে আমরা বলতে পারি, আমাদের সংক্রমণের হার অনেক কম। মৃত্যুর সংখ্যাও কম। তবে একটা মানুষও মারা যাক, এটা আমরা চাই না।

তিনি আরও বলেন, আমরা ভালো আছি এটা সত্য, এই ভেবে কেউ যেন আত্মতৃপ্তিতে না ভোগেন। করোনা কখন বাড়ে, কখন কমে কেউ বলতে পারবে না। রাশিয়া ভ্যাকসিন আবিষ্কার করেছে। ৭০ থেকে ৮০ শতাংশ লোক ভ্যাকসিনের আওতায় এসেছে। তারপরও সেখানে করোনা নিয়ন্ত্রণ হচ্ছে না।

বিজ্ঞাপন

করোনা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক ডা. আবদুল্লাহ বলেন, যেকোনো সময় করোনার প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। করোনা থেকে বাঁচার দুটো রাস্তা— এটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানা, আরেকটা হচ্ছে ভ্যাকসিন দেওয়া।

সারাবাংলা/এসবি/এনএস

করোনাভাইরাস ডা. এ বি এম আব্দুল্লাহ বুস্টার ডোজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর