Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি হ্যাকারদের বিরুদ্ধে অ্যাপলের মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ নভেম্বর ২০২১ ০০:৩৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ০০:৩৮

সরকারি নির্দেশে আইফোন হ্যাক করে নথি পাচারের চেষ্টায় জড়িত ইসরাইলভিত্তিক এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অ্যাপল।

মঙ্গলবার (২৩ নভেম্বর) অ্যাপলের তরফ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মানবাধিকার সংস্থা অ্যামেনস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছিল ম্যালওয়ারের মাধ্যমে আইফোন ব্যবহারকারী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের গুরুত্বপূর্ন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, আইফোন ব্যবহারকারীদের খুব ক্ষুদ্র একটি অংশকে টার্গেট করে সে সময় একটি হ্যাকিং প্রচেষ্টার ব্যাপারে তারা জানতে পেরেছেন। এরকম কোনো আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকলে গ্রাহকদের আগে থেকেই সতর্ক করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, ফোর্সডএন্ট্রি নামের একটি সফটওয়্যার ব্যবহার করে হ্যাকররা এ ধরনের প্রচেষ্টা চালায় বলে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, অ্যাপলের সফটওয়্যার, সার্ভিস এবং ডিভাইসের নিয়ন্ত্রণ যেন এনএসও গ্রুপ কখনোই না নিতে পারে; সে বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে আদালতে আবেদন জানানো হয়েছে।

সারাবাংলা/একেএম

অ্যাপল অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল আইফোন এনএসও গ্রুপ টপ নিউজ মামলা সরকারি হ্যাকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর